ভাটপাড়া পুরসভা বিজেপির ছিল আছে থাকবে, তৃণমূ্লকে কটাক্ষ দিলীপ ঘোষের

নীল বনিক, আমাদের, ৩ জানুয়ারি: ভাটপাড়া পুরসভা বিজেপির থাকবে বলে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার আলিপুর ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় কর্মসূচিতে গিয়ে নাম না করে তৃণমূলের উদ্দেশ্যে এইকথা বলেন তিনি।

দিলীপ ঘোষ অভিযোগ করেন, রাজ্যের শাসক দল পিছনের দরজা দিয়ে পুরসভা দখল করার চেষ্টা করেছিল, যা আদালত মেনে নেয়নি। রাজ্যের শাসক দলের উচিত আদালতের রায়কে মেনে নেওয়া। প্রসঙ্গত, ভাটপাড়া পুরসভা নিয়ে আজ কলকাতা হাইকোর্টের ডিভিশান বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। দ্রুত মামলার শুনানি চায় রাজ্য। তবে আদালত রাজ্যের আবেদন খারিজ করে। সেইপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আদালতের রায়কে আমি স্বাগত জানাচ্ছি। রাজ্যের উচিত আদালতের রায়কে মানা। ভাটপাড়া পুরসভা দখলে রাখতে অর্জুন সিয়ের উপর ভরসা রাখলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এই বিষয়টা স্থানীয় নেতৃত্ব দেখছেন। ওঁনারাই সবকিছু ঠিক করবেন। তবে স্থানীয় নেতাদের পিছনে আমরা আছি বলে ভাটপাড়া পুরসভার দলীয় কাউন্সিলারদের আশ্বস্ত করেন বিজেপির রাজ্য সভাপতি। তারসঙ্গে বলেন, ভাটপাড়া পুরসভা বিজেপির ছিল, আছে, থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *