৯৩ সালের শহিদের প্রতি ইকোপার্কে শ্রদ্ধা জানালেন দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২১ জুলাই : ৯৩ সালের শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার রাজারহাটে ইকোপার্কে তিনি বলেন, আমরা সবসময় শহিদদের শ্রদ্ধা জানাই। সে যে রাজনৈতিক দলেরই কর্মী হোক। তবে ৯৩ সালের থেকে বর্তমান অবস্থা আরও ভয়াবহ বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে তৎকালিন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন যুব কংগ্রেস কর্মীরা। মমতা বন্দ্যেপাধ্যায় সেই সময় রাজ্য যুব কংগ্রেস নেত্রী ছিলেন। রাইটার্স ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, আগে এক জায়গায় গুলি চলেছিল। আর এখন রাজ্যে সব জায়গায় গুলি চলছে। প্রতিদিন সন্ত্রাসের কারণে মানুষ খুন হচ্ছেন। যা আগে কখনও হয়নি বলেই জানান বিজেপির রাজ্য সভাপতি। শুধু বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছে তা নয়। তৃণমূলের গোষ্ঠীকোন্দলে শাসক দলের কর্মীরাও প্রাণ হারাচ্ছেন। রাজ্যে আইনের কোনও শাসন নেই। পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। তবে বাংলায় এমনটা দীর্ঘদিন চলতে পারে না বলেও এদিন জানান দিলীপ ঘোষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *