সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় দিলীপ ঘোষ, নেটিজেনদের কাছে তিনি প্রিয় ‘দিলু’দা

চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ১৩ মার্চ: হতে পারেন তিনি রাজ্য বিজেপি সভাপতি। কিন্তু, সোশ্যাল মিডিয়া দূরকে কাছের, পরকে আপন করে নেওয়ায় বিশ্বাসী। নেটিজেনদের কাছে তাই রাজ্য বিজেপি সভাপতির নাম দিলীপ ঘোষ নয়। তিনি অনেকদিন আগেই তাঁদের কাছের মানুষ, আদরের ‘দিলু’দা হয়ে উঠেছেন। যে মানুষটা অনায়াসে বহু বিজ্ঞানীকে টপকে গোরুর দুধে সোনার সন্ধান দিতে পারেন! শুধু তাই নয়, টিভিতে রামায়ণ, মহাভারত সিরিয়ালের কথা মনে করিয়ে দিয়ে অনায়াসে ক্যামেরার সামনে গদা ঘোরাতে পারেন, তিনি নেটিজেনদের প্রিয়পাত্র না-হয়ে থাকেনই বা কী করে?

সেই সব সূত্রে এখন প্রতিদিনই সোশ্যাল মিডিয়া খুললেই রাজ্য বিজেপি সভাপতি সম্পর্কে হরেক মন্তব্য চোখে পড়তে বাধ্য। কোনও নেটিজেন লিখছেন, ‘আমার বুকে তাজা রক্ত, আমি দিলুদার চরম ভক্ত।’ কোনও নেটিজেন আবার আবেগের আতিশয্যে দিলীপ ঘোষের ফোটোতে ফুল-মালা দিয়ে ঘোষণা করছেন- ‘দিলুদা অমর রহে।’ তিনি যে জীবিত। প্রয়াত নেতাদের ক্ষেত্রে ‘অমর রহে’ বলতে নেই, আবেগের আতিশয্যে সেকথাও বেমালুম ভুলে যাচ্ছেন নেটিজেনরা।

শুধু কী তাই! অনেক নেটিজেন তো আবার প্রায়ই রাজ্য বিজেপি সভাপতিকে বিজেপির সদ্যপ্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গে একাসনে পর্যন্ত বসিয়ে দিচ্ছেন। ঠিক ‘ইয়ার-দোস্ত’-এর পর্যায়ে। এমনভাবে তাঁরা এই দুই নেতাকে চিত্রায়িত করার চেষ্টা করছেন, যেন অমিত শাহ আর দিলীপ ঘোষ বলিউডের ‘শোলে’ সিনেমার দুই চরিত্র ‘জয় ও বীরু’। যা দেখে ধারণা হতে বাধ্য, বিজেপি দলগতভাবে দিলীপ ঘোষকে আপাতত এরাজ্যের জন্য ভাবলেও, নেটিজেনদের চোখে তাঁদের আদরের ‘দিলু’দা সর্বভারতীয় নেতার স্তরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *