মমতা বন্দ্যোপাধ্যায়কে হিটলার বলে কটাক্ষ দিলীপ ঘোষের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ নভেম্বর:
মমতাকে সরাসরি হিটলার বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি সাদা শাড়ি পড়া হিটলারের সঙ্গে তুলনা করলেন তিনি। রাজ্যে প্রতিনিয়ত অশান্তি বাড়ছে। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী তা দেখতে পারছেন না। কারণ ওঁনার চোখের চশমাটা সম্পূর্ণ অন্য রঙের। তাই রাজ্যের লুঙ্গিপরা সন্ত্রাসকারীদের চিনতে অসুবিধে হচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সত্যকে গোপন করতে মরিয়া হয়ে উঠেছে। তাই তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় ইন্টারনেট বন্ধ করে রেখেছেন। যাতে রাজ্যের মানুষ লুঙ্গি পড়াদের সন্ত্রাস না দেখতে পায়। তবে মানুষ সবটা বুঝেছেন।

একদিনে লুঙ্গিপড়াদের সন্ত্রাস দেখে মানুষ স্থির করতে পারছেন রাজ্যটা কোনদিকে যাচ্ছে। তবে রাজ্য প্রশাসন যতই লুঙ্গিপড়াদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ না করুক, আদালতের দর্জা খোলা আছে। ট্রেন বা বাস জ্বালিয়ে দেওয়া লুঙ্গি পড়া দুষ্কৃতিদের বিরুদ্ধে আদালতে যে কেউ যাবেন বলে এদিন জানান দিলীপ ঘোষ। তাঁর আরও দাবি, রাজ্যে ঘটে চলা হিংসায় রাজ্যের শাসক দলের মদত ছিল। না হলে রাজ্য প্রশাসন কেন প্রথম দিকে ব্যাবস্থা গ্রহণ করল না। করলে রেলের কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হতো না বলে আক্ষেপ প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here