দল তার নিজস্ব নীতিতে চলবে, বললেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ জানুয়ারি: রবিবার নদিয়ায় এক জনসভায় দিলীপ ঘোষ বলেছিলেন, যারা দেশের সম্পত্তি নষ্ট করছে তাদের উত্তরপ্রদেশের মত গুলি করে মারা উচিত। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়  টুইট করে দিলীপ ঘোষকে দায়িত্বজ্ঞানহীন নেতা বলে মন্তব্য করেছেন। বাবুল সুপ্রিয় বলেছেন, উত্তর প্রদেশ বা অসমে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। দিলীপ ঘোষের এই বক্তব্যের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই। বাবুল সুপ্রিয়র এই মন্তব্য প্রসঙ্গে সোমবার মেদিনীপুরে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন,   দল তার নিজস্ব নীতিতে চলবে। সেখানে অন্য কেউ তার মতামত রাখতেই পারেন।

সোমবার একটি মামলায় জামিন নিতে মেদিনীপুর আদালতে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আদালত চত্বরে কয়েকটি প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের বলেন, আমি যা বলেছি ঠিকই বলেছি। আমাদের সরকার যা করেছে একে আমি সমর্থন জানিয়েছি। এটাই আমাদের দলের স্ট্যান্ড পয়েন্ট। দিলীপ ঘোষ বলেন, উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের সঙ্গে যা হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে একই জিনিষ করা হবে। দিলীপ ঘোষ এদিন রাজ্যপালের ডাকা আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে সকলের যাওয়া উচিত বলে জানিয়ে বলেন, রাজ্যের এখন যা পরিস্থিতি তাতে এই বৈঠকে যোগ দেওয়া উচিত। যারা দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক দল তারা যাবেন না। এতে সমাজের কাছে যা বার্তা যাওয়ার যাবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here