বিজেপির অভিনন্দন যাত্রায় জনজোয়ার বারাসতে, দিলীপ ঘোষ বললেন আমরা এক বাপের ব্যাটা কথামতো কাজ করেছি

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৯ জানুয়ারি: মধ্যমগ্রাম চৌমাথা থেকে বারাসাতের হেলাবটতলা 
পর্যন্ত সিএএ–এর পক্ষে অভিনন্দন যাত্রায় জনজোয়ারের ভাসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিনন্দন যাত্রায় হাজার হাজার মানুষ অংশ নেন। প্রায় ৩০ হাজার মানুষ অংশ নেয় বলে দাবি বিজেপির। দিলীপ ঘোষ বলেন, এতদিন সব দল শরণার্থীদের ভোটার বানিয়ে রেখেছিল, নাগরিক করেনি। বিজেপি তার প্রতিশ্রুতি মত কাজ করেছে। কারণ আমরা এক বাপের ব্যাটা, যেমন কথা তেমন কাজ করি।

নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার  পর থেকে বিভিন্ন এলাকায় অভিনন্দন যাত্রার আয়োজন  করছে গেরুয়া শিবির। রবিবার মধ্যমগ্রাম  থেকে বারাসত  পর্যন্ত অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়।সেই মিছিল শেষে বারাসতের হেলাবটতলা মোড়ে  সভা করেন সাংসদ দিলীপ ঘোষ। সিএএও–এর সমর্থনে বিরোধীদের উদ্দেশ্য তিনি বলেন, “বছরের পর বছর  সব দল ভোটার খুঁজেছে। মানুষকে ভোটার বানিয়ে  রেখেছে। কিন্তু নাগরিক বানায়নি। মোদী সরকার  উদ্বাস্তুদের নাগরিক করার আশ্বাস দিয়েছিল।আর সেই কথাই রেখেছে। কারণ, আমরা এক  বাপের ব্যাটা।”

নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিরোধীরা কেন সুর  চড়াচ্ছেন তা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপবাবু। সেই সঙ্গে  হিন্দুদের পাশে থাকার আশ্বাস দেন।মুখ্যমন্ত্রী  ভোটব্যাঙ্কের জন্য নাগরিকত্ব আইনের  বিরোধিতা করছেন এমনটাও দাবি করেন তিনি। তাঁর কথায়, “নাগরিকত্ব  আইনের বিরোধিতায় রাজ্যে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি 
হয়েছিল তাঁর জন্য দায়ী তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। আর মুখ্যমন্ত্রী ভোটের জন্যই তাঁদের পাশে দাঁড়াচ্ছেন।”

অভিনন্দন যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যনেতা  সঞ্জয় সিং, অভিনেতা জয় ব্যানার্জি ও বারাসাত  সাংগঠনিক জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায়। 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here