দিল্লির ফলাফল নিয়ে তৃণমূলকে উচ্ছ্বাস না দেখানোর পরামর্শ দিলেন দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, ১৫ ফেব্রুয়ারি: দিল্লির ফলাফল নিয়ে তৃণমূলকে উচ্ছ্বাস না দেখানোর কথা বললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, দিল্লিতে বিজেপির নৈতিক জয় হয়েছে। আমরা দিল্লিতে ৪০ শতাংশ ভোট পেয়েছি। গতবারের থেকে আসন বেশি পেয়েছি। আমারা বিধানসভার মসনদে না বসতে পারলেও সন্মানজনক হেরেছি বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার আইসিসিআর–এ দলের বৈঠকে বলেন, যারা হার নিয়ে বিজেপিকে কটাক্ষ করছেন তারা কি করেছেন? কংগ্রেসের তো জামানত জব্দ হয়েছে। সিপিএম নোটার থেকে কম ভোট পেয়েছে। আর দিল্লিতে তৃণমূলের অস্তিত্বই নেই। তারা আবার বিজেপির হার নিয়ে এরাজ্যে সমালোচনা করছে। দিল্লির ভোটের ফলাফল এরাজ্যে প্রভাব পড়বে না বলে জানান দিলীপ ঘোষ।

দলের পুরভোটের প্রস্তুতি নিয়ে আইসিসিআর এর বৈঠকে বলেন মানুষ এরাজ্যে পরিবর্তন চাইছে। মানুষ বিজেপিকেই ভারসা করছে। দলীয় নেতাদের দিলীপ ঘোষের পরামর্শ, আপনারা মানুষের আস্থাভাজন হোন। তাহলেই মানুষ এরাজ্যে বিজেপিকেই ভোট দেবে। অনুপ্রবেশ নিয়ে ফের রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করান বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, বাংলায় প্রতিদিন অনুপ্রবেশ হচ্ছে। আর তাতে রাজ্য সরকার মদত দিচ্ছে। তবে বাংলায় বিজেপি ক্ষমতায় আসলেই এই ঘটনার পরিবর্তন হবে। এদিনের পুরভোটের প্রস্তুতি নিয়ে শেষ বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ প্রমুখ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here