নারায়ণগড়ে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে গেলেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, পশ্চিম মেদিনিপুর, ৮ জানুয়ারি: 
নারায়ণগড়ে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর হাতে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার খুশি অঞ্চলের পাহাড়পুর গ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বাড়ির সমস্ত জিনিসপত্র ভাঙ্গচুর ও লুটপাট করার অভিযোগ করেছেন পরিবারের লোকজন।

বুধবার আক্রান্তদের বাড়িতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের এই হিংসাত্মক কার্যকলাপ এবং সন্ত্রাস বিজেপি মেনে নেবে না। শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিজেপি। আক্রান্ত পরিবারগুলোর পাশে তিনি সবসময় রয়েছেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন তিনি কংগ্রেস ও বামেদের হরতাল প্রসঙ্গে বলেন, বামেদের অস্তিত্ব বাঁচাতে এই বনধ। বনধ সংস্কৃতিকে পশ্চিমবাংলার মানুষ অনেকদিন আগেই বিসর্জন দিয়ে দিয়েছে। বামেরা এখন হতাশ তাদের আর কিছু করার নেই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here