দিলীপ ঘোষের আহবানকে কটাক্ষ ছত্রধরের 

জে মাহাতো, ঝাড়গ্রাম, ২৬ নভেম্বর:
সাংবাদিক সম্মেলন ডেকে দিলীপ ঘোষের বিজেপিতে আহ্বানকে কটাক্ষ করলেন ছত্রধর মাহাতোl মঙ্গলবার গোপীবল্লভপুরে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছত্রধর মাহাতোকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানানl এরপর জেলার রাজনীতিতে গুঞ্জন শুরু হয়l অস্বস্তিতে পড়ে যান ছত্রধর মাহাতো এবং তৃণমূল নেতৃত্বl এজন্য জেলা তৃণমূলের পক্ষ থেকে ছত্রধর মাহাতোকে নিয়ে জেলা অফিসে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়l

ছত্রধর মাহাতো বলেন, দিলীপবাবুরা ইতিহাস ভুলে গেছেন, সেজন্য বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার সময় আমাকে মাওবাদী বলে উল্লেখ করছেন এবং জেলে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করছেন। কিন্তু তিনি জানেন না এই সমস্ত মিথ্যা মামলা আমার উপর চাপানো হয়েছিল বাম সরকারের আমলেl ছত্রধর মাহাতো বলেন, বিজেপির কোনো আদর্শ বা কর্মসূচি নেইl সিপিএমের লোকজনেরা আজ বিজেপিতে ভিড় করেছেনl আমি বরাবরই সিপিএম বিরোধী এখন বিজেপির বিরোধিতা করি। প্রথমে আমি কংগ্রেস করতাম তারপর তৃণমূল তৈরি হওয়ার পর তৃণমূল করছিl বর্তমান সরকারের কাজকর্মে আমি মুগ্ধ হয়েছি এবং এই সরকারের সঙ্গে কাজ করার সুযোগ্য দিয়েছে আমাকেl কাজ করার মত প্ল্যাটফর্ম দরকার ছিল তা পেয়েছিl
ছত্রধর মাহাতো বলেন, গত লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে জঙ্গলমহলে বিজেপি জিতেছিলl বর্তমানে সে অবস্থা নেই। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছেl যেহেতু দশ বছর জেল খাটার পরেও জঙ্গলমহলের মানুষ আমাকে ভালোবাসে আমাকে চান, এটা দিলীপ ঘোষেরা ভালোভাবেই জানেনl তাই তারা আমাকে বিজেপিতে আহ্বান জানাচ্ছেন এবং উন্মাদের মতো কথাবার্তা বলছেনl

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here