দিল্লি, গুরাটে সংক্রমণ কমছে, রাজ্যে কেন বাড়ছে, প্রশ্ন দিলীপ ঘোষের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৯ আগস্ট: মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা লকডাউন সার্বিক সফল নয় বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এ ব্যাপারে রাজ্যসরকারকে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছেন। কারণ হিসাবে বলেন, দিল্লি এবং গুজরাটে সংক্রমণ কমতে শুরু করেছে কিন্তু রাজ্যে কমছে না।

রবিবার রাজারহাটে তিনি বলেন, এই রাজ্যে কখনই ১০০ শতাংশ লকডাউন হচ্ছে না। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে লকডাউন হচ্ছে বলে জানান তিনি। যদি সার্বিক লকডাউন হতো তাহলে করোনার সংক্রমনের ভয়াবহ অবস্থা নিয়ন্ত্রনে থাকত। তা হয়নি বলেই করোনার সংক্রমন প্রতিদিন বৃদ্ধিপাচ্ছে। রাজ্যের উচিত সংক্রমন আটকাতে কড়া পদক্ষেপ করা। সব বিষয়ের এক্সপার্টদের সঙ্গে কথা বলুক রাজ্য সরকার। করোনার সংক্রমন ধীরে হলেও দিল্লি, গুজরাটে কমছে। তাহলে পশ্চিমবঙ্গে কেন কমবে না? তারজন্য চাই পরিকল্পনা। সবার সাথে কথা বলে নবান্নর পরিকল্পনা করতে হবে। না হলে রাজ্যে করোনার বিপদ আরও বাড়বে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *