
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৮ নভেম্বর: দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর পরস্পরকে আক্রমণ করা বক্তব্যে জমে উঠেছে খড়গপুর বিধানসভার উপনির্বাচনের প্রচার। শনিবার খড়্গপুরের আয়মা এলাকায় প্রচারে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেছিলেন, শুভেন্দুবাবু হলদিয়া শিল্পাঞ্চলের মত খড়্গপুর শহরকেও লন্ডভন্ড করতে চাইছেন, কিন্তু উনি এখানে কোনো সুবিধা করতে পারবেন না। তারচেয়ে বরং উনি তার নিজের পূর্ব মেদিনীপুর জেলাকে সামলাক।
এরপর শনিবার সন্ধ্যায় তৃণমূল প্রার্থীর সমর্থনে খড়্গপুরে আসেন শুভেন্দু অধিকারী। একত্রিশ নম্বর ওয়ার্ডের আয়মা এলাকাতেই প্রচারে গিয়ে তিনি সরাসরি পাল্টা আক্রমণ করেন দিলীপ ঘোষকে। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার পর্যবেক্ষক শুভেন্দু বাবু এদিন এক প্রচার সভামঞ্চে খড়্গপুরের বিদায়ী বিধায়ক দিলীপ ঘোষের কড়া সমালোচনা করে বলেন, খড়্গপুরের বিধায়ক হিসেবে দিলীপ ঘোষ রেল শহরের জন্য কোনও কাজ করা তো দূরের কথা বিধানসভায় গত চার বছরে একবারের জন্যও খড়্গপুরের নাম উচ্চারণ করেননি। তাই এই উপনির্বাচনে আর বিজেপিকে নয়, আগামী এক বছরের জন্য তৃণমূল প্রার্থীকে জয়ী করুন। খড়গপুর শহরের উন্নয়নের গ্যারেন্টার হিসেবে আমি থাকলাম।
শুধু দিলীপ ঘোষ নয়, রবিবার সন্ধ্যায় এবং সোমবার খড়গপুর শহরে প্রচারে এসে বিজেপি নেতা মুকুল রায়ও শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর ট্র্যাক রেকর্ড ভালো নয়। এখন শুভেন্দু অধিকারী যেখানকার দায়িত্ব নিচ্ছেন সেখানেই তৃণমূল হেরে যাচ্ছে ।