গোলাপি বলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দিলীপ বেঙ্গসরকার

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২১ নভেম্বর:
গোলাপি বলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার। বৃহস্পতিবার ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক গোলাপি বলের উদ্বোধন করেন। ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেনে ভারতে প্রথম গোলাপি বলে খেলা হবে। দিন- রাতের এই টেষ্টম্যাচ নিয়ে এমনিতেই উত্তেজিত ভারতীয় ক্রিকেটের দর্শকরা। তার আগে কলকাতা প্রেসক্লাবে অানুষ্ঠানিক ভাবে গোলাপি বলের উদ্বোধন করলেন প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে তিনি বলেন, গোলাপি বলে ভারত, বাংলাদেশ টেস্টম্যাচ দারুন উপভোগ্য হবে।

টেস্ট ম্যাচকে আরও বেশি উপভোগ্য করে তুলতে দিবা- রাতের ম্যাচ বাস্তব সন্মত। তবে গোলাপি বলে খেলতে প্রথমদিকে একটু অসুবিধে হতে পারে বলে মনে করেন দিলীপ বেঙ্গসরকার। তিনি বলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অনেক আগেই গোলাপি বলে খেলা শুরু করেছিল। ভারত অবশেষে গোলাপি বলে খেলা শুরু করতে চলেছে। আর ভারতীয় খেলোয়ড়রা গোলাপি বলে অনুশীলন করে সব অসুবিধে কাটিয়ে উঠবে বলে জানান দিলীপ বেঙ্গসরকার। তিনি আরও বলেন, গোলাপি বলে টেস্টম্যাচের আয়োজন করে ইডেন ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায় শুরু করল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here