
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১১ মার্চ :
সুব্রত বক্সি ও দিনেশ ত্রিবেদী বুধবার দুপুরে রাজ্য বিধানসভায় মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়পত্র জমা করতে এসে তৃণমূলের দুই প্রাক্তন সাংসদ পার্থ চ্যাটার্জির ঘরে আসেন। সেখানেই রাজ্য সভার ভোট নিয়ে তৃণমূলের বিধায়কদের সঙ্গে আলোচনা করেন। তারপর তারা এরাজ্য থেকে রাজ্যসভার ভোটে লড়াই করার জন্য মনোনয় জমা করেন। মনোনয় জমা করে প্রাক্তন সাংসদ সুব্রত বক্সি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি রাজ্য সভায় প্রতিদ্বন্দ্বীতা করছি। তার নির্দেশ মেনেই আমি কাজ করবো বলে জানান তৃণমূলের প্রাক্তন সাংসদ।
অন্যদিকে এদিন রাজ্য সভায় আসেন তৃণমূলের অন্য দুই রাজ্যসভার প্রার্থী অর্পিতা ও মৌসম নূর’ও বিধানসভায় আসেন। তারা অবশ্য রাজ্য সভার ভোটের
রিটার্নিং অফিসার অভিজিৎ সোম ঘরে কথা বলে চলে যান।