ক্রেতা নেই, হতাশ বই বিক্রেতারা, বালুরঘাটের বইমেলায় সেল্ফি হুল্লোড়ে মত্ত ছাত্র-ছাত্রীরা

আমাদের ভারত, বালুরঘাট, ২৭ জানুয়ারি: ফেসবুক হোয়াটস্অ্যাপের বাড়বাড়ন্তে বালুরঘাটের বইমেলায় হতাশ বই বিক্রেতারা। সেলফি হুল্লোড়ে মত্ত ছাত্র-ছাত্রীরা। লোকসানের আশঙ্কায় বইমেলায় অংশগ্রহণ না করার কথা শোনালেন ব্যবসায়ীরা। সেভাবে দেখা মেলেনি বই প্রেমীদেরও। বিগত ছয়দিন ধরে বালুরঘাটের বইমেলাতে ফুটে উঠেছে এমনই চিত্র।

কলকাতা থেকে আগত বই বিক্রেতাদের দাবি, বর্তমান সমাজে ছেলে মেয়েদের বইয়ের প্রতি ঝোঁক কমেছে। ফেসবুক ও হোয়াটস্‌অ্যাপে ডুবে থাকায় বই পড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে তাঁরা। যার কারণে মেলায় আসলেও ছাত্র-ছাত্রীদের অধিকাংশই মজে থাকছেন সেল্ফি হুল্লোড়ে। আর যার জেরেই চরম হতাশার মুখে অধিকাংশ বই ব্যবসায়ীরা। যদিও বই বিক্রিতে কোনও ঘাটতি নেই বলে দাবি করেছেন বালুরঘাটের বইমেলা কমিটির সহ সম্পাদক বিপ্লব খাঁ।

বিপ্লব খাঁ জানিয়েছেন, গতবার গঙ্গারামপুরের চেয়েও বেশি বই বিক্রি হয়েছে বালুরঘাটে। তবে দাম বেশি হওয়ায় ইচ্ছে থাকলেও ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ বই কিনতে পারছেন না।

২২শে জানুয়ারি থেকে বালুরঘাটের হাইস্কুল মাঠে শুরু হয়েছে বই মেলা। ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটিরও বেশি স্টল বসলেও সেগুলিতে তেমন বিক্রি নেই বলে দাবি করা হয়েছে ব্যবসায়ীদের তরফে। ছাত্রছাত্রীদের পাশাপাশি লাইব্রেরিয়ানরাও খুব কম সংখ্যায় বই কিনছেন এই মেলাতে। মেলায় কম বেশি ভিড় থাকলেও বইয়ের স্টলে সেভাবে দেখা মিলছে না বই প্রেমীদের। সেলফি তুলে, খাবারের দোকানে আড্ডা ও গান শুনেই মেলা থেকে ফিরে যাচ্ছেন অধিকাংশ মানুষ বলেও অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। মেলা শুরুর ছয় দিন অতিক্রান্ত হবার পরেও মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকার বই বিক্রি করেছেন অনেকেই।

কলকাতা থেকে আগত এক বই বিক্রেতা সমর নস্কর জানিয়েছেন, মোবাইলের বাড়বাড়ন্তে বইমেলা মুখী হচ্ছেন না অনেকেই। আবার যারা আসছেন তাঁদের অনেকেই বই কেনা থেকে বিরত থাকছেন। সেলফি নিয়ে খাবার খেয়ে চলে যাচ্ছেন তাঁরা। এমনটা হলে ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের। আগামীতে বালুরঘাটে না আসার কথাও শুনিয়েছেন তিনি।

স্থানীয় এক বই বিক্রেতা দেবদাস দে জানিয়েছেন, যে পরিমাণ বিক্রি হচ্ছে তাতে তাঁদের স্টল ভাড়াই উঠবে না।

One thought on “ক্রেতা নেই, হতাশ বই বিক্রেতারা, বালুরঘাটের বইমেলায় সেল্ফি হুল্লোড়ে মত্ত ছাত্র-ছাত্রীরা

  1. Nayan Barman says:

    Ki jnno bikri hobe? Akta boi pochondo holo. Dam sunlam. 120 taka printed chilo. Dokandar bollo 108 taka. 12 taka kom matro. Tar thke th online e nwa valo. Barite bosei peye jabo. Boi melai nana dhoroner boi er sathe discount er dik tao dekha dorkar. Besir vag student ra tahle boi kinbe.
    Boimelai jodi boi er dam na kom hoi.. Tahle kichu bolar nei.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *