হলদিয়া শিল্পাঞ্চলে বাস্তুতন্ত্রের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা বণিক সভার উদ্যোগে

আমাদের ভারত, হলদিয়া, ২৯ নভেম্বর: শিল্পাঞ্চলের প্রসার ঘটানোর যেমন প্রয়োজন আছে, তেমনি প্রয়োজন আছে দূষণ মুক্ত পরিবেশের। তাই এই নিয়ে খোলামেলা আলোচনার জন্য হলদিয়া শিল্পাঞ্চল দ্য বেঙ্গল চেম্বারের উদ্যোগে শিল্পাঞ্চলে বাস্তুতন্ত্র রক্ষার ব্যাপারে আলোচনা সভার আয়োজন করা হল হলদিয়াতে।

প্রসঙ্গত দুর্গাপুর এবং শিলিগুড়িতেও একই কর্মসূচির আয়োজন করে থাকে এই বনিক সংগঠন। আলোচনা সভায় শিল্প এবং পরিবেশের বর্তমান সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও সংস্থা থেকে আগত বিশিষ্ট বক্তাদের থেকে একগুচ্ছ নতুন মতামত এবং পরামর্শ নেওয়া হয় এবং সেগুলি সরকারের কাছে পাঠানো হয় যাতে সরকার এই বিষয়গুলোতে উদ্যোগ নেয়। এই সভার মূল উদ্দেশ্য ছিল পরিবেশ এবং শিল্প এই দুই প্রেক্ষাপটের মানুষদের এক ছাতার তলায় নিয়ে এসে পরস্পরের মধ্যে আরও সমন্বয় তৈরি হয়। যাতে করে পরিবেশের ভারসাম্য বজায় রেখে শিল্পের বিকাশ ঘটে। আজকের এই আলোচনা সভা থেকে সেই ধরনের কিছু সম্ভাবনার কথা উঠে এসেছে। যা হয়তো ভবিষ্যতে পথ দেখাবে দূষণমুক্ত শিল্পাঞ্চলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *