ভগবানপুরে লকডাউন আটকে থাকা গরিব মানুষদের চাল, ডাল ও আলু বিলি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৮ মার্চ :
করনা ভাইরাসের সংক্রমণ আটকাতে সারা দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন সরকার। আর এই লকডাউন এর ফলে কাজ হারিয়েছেন বহু গরিব খেটে খাওয়া মানুষ। সেইসব গরিব মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন। তারা যতটা সম্ভব চাল, ডাল, আলু, পিঁয়াজ তুলে দিচ্ছেন এলাকার গরিব মানুষদের হাতে।

ভগবানপুর-১ ব্লকের গুড়গ্রাম গ্রামে বিদ্যাসাগর জনকল্যাণ সংঘের সদস্যরা আজ গরিবদের মধ্যে চাল, ডাল, আলু ও পিয়াঁজ বিলি করেন। সংগঠনের সম্পাদক মনীষা মানিকের নেতৃত্বে সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করেন। এর সঙ্গে ক্লাব সদস্যরা করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে কি করা উচিত এবং কি করা উচিত নয় তাও এলাকার মানুষকে বুঝিয়ে বলেন।

কোলাঘাটের বড়িশা গ্রামের স্বামীজি একাডেমির সদস্যরাও এলাকার সাধারণ মানুষদের হাতে আলু ও চাল তুলে দেন। সংগঠনের সদস্যরা এলাকার প্রায় ৭০০টি বাড়িতে এই চাল ও আলু দিয়েছেন এবং এলাকার মানুষকে সচেতন করেছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here