স্কুল পড়ুয়াদের মধ্যে জরুরি ভিত্তিতে চাল আলু বিতরণ

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৩ মার্চ: করোনা ভাইরাসের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি স্কুল বন্ধ রেখেছে রাজ্য সরকার। বন্ধ থাকাকালীন প্রতিটি শিক্ষার্থীকে দু কেজি চাল এবং দু কেজি আলু দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো সোমবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার স্কুলগুলিতে পড়ুয়াদের মধ্যে চাল ও আলু বিলি করা হয়েছে। কেশিয়াড়ি ব্লকের কেশিয়াড়ি রজনীকান্ত মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ে ও দুধেবুধে গ্রামসভা ট্রাইব্যাল ইনস্টিটিউট হাইস্কুল সহ প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের মিড ডে মিলের দু’কেজি চাল ও দু’কেজি আলু দেওয়া হয়েছে। 

করোনা ভাইরাস থেকে নিজেদের রক্ষা করার জন্য কেশিয়াড়ি রজনীকান্ত মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর অবিভাবকদের হাতে একটি করে সাবান তুলে তুলে দেওয়া হয়। সাবান দিয়ে বাড়ির প্রত্যেকে যাতে বারবার হাত ধোয় এবং যাতে জিবাণুর সংক্রমন না ঘটে সেজন্যই এই উদ্যোগ বলে  স্কুলের টিচার ইনচার্জ গৌতম সাউ জানিয়েছেন। জরুরি অবস্থার জন্য মেদিনীপুর শহরের বাংলা গার্লস স্কুলেও শিক্ষার্থীদের প্রাপ্য চাল ডাল আলু জরুরি ভিত্তিতে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ঝাড়গ্রাম জেলার লালগড়, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বেলপাহাড়ি, জামবনি, সাঁকরাইল, ঝাড়গ্রাম ব্লকের স্কুলগুলিতে মিড ডে মিলের পরিবর্তে দু কেজি করে চাল ও দু কেজি করে আলু ছাত্র-ছাত্রীদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here