মহিলাদের উদ্যোগে লকডাউনে গরিব মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ

আমাদের ভারত, কলকাতা, ২৭ মার্চ:
গত ২৪ মার্চ রাত বারোটা থেকে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে সব জায়গায় লকডাউন জারি হয়েছে। আজ লকডাউন তিনদিনে পড়ল। অথচ নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে বাজারহাট নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা ছাড়া বাড়ির বাইরে মানুষজনদের
বেরনো একেবারেই নিষেধ। কিন্তু যে সমস্ত মানুষ দিন আনা দিন খাওয়া, বিশেষ করে মজদুর শ্রেণি তারা এই মুহূর্তে কোনও কাজ নেই আবার তাদের কাছে কোনও জমানো অর্থও নেই যা দিয়ে তারা এই মুহুর্তে নিজেদের খাবারের ব্যবস্থা করতে পারে। তাই এই পরিস্থিতিতে তাদের অবস্থা খুবই করুণ। এই মুহুর্তে তাদের কাছে খাদ্যের যোগান নেই। এরকমই কিছু মানুষের জন্য আজ ঢাকুরিয়া যাদবপুর রেল স্টেশন সংলগ্ন অঞ্চলে উপস্থিত হয়েছিলেন কয়েকজন মানুষ। তাদের অত্যন্ত ব্যক্তিগত উদ্যোগে তারা চাল, ডাল, আলু সেই সমস্ত মানুষদের বিতরণ করলেন। রইল তারই কিছু ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *