
আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুন: জঙ্গলমহলের পাঁচটি গ্রামে বিনামূল্যে আর্সেনিকাম অ্যালবাম–৩০ বিতরণ করল অখিল ভারতীয় ক্ষত্রীয় সমাজ। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে করোনা রোগী ধরা পড়ায় এলাকায় আতঙ্ক বাড়ছে। অখিল ভারত ক্ষত্রীয় সমাজের মেদিনীপুর শাখার তরফে বৃহস্পতিবার এই আতঙ্ক মোকাবিলায় আর্সেনিকাম অ্যালবাম ৩০ হোমিওপ্যাথিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ জঙ্গলমহলের পাঁচটি গ্রামে বিনামূল্যে দেওয়া হয়েছে।
গ্রামীণ চিকিৎসক ডাঃ তাপস আচার্যকে সঙ্গে নিয়ে মহাশোল, জগন্নাথপুর, খেমাকাটা, জয়ন্তনগর ও ঝাঁটিয়াড়া গ্রামের প্রায় একহাজার পরিবারের হাতে এই ওষুধ তুলে দেওয়া হয়। ক্ষত্রীয় সমাজের পক্ষ থেকে তন্ময় সিংহ, সন্দীপ সিংহ ও অতনু সিংহ এই কর্মসূচিতে উপস্থিত থেকে স্বাস্থ্য বিধি অনুসরন করে মানুষকে করোনা বিষয় সচেতন করেন। সমাজের বরিষ্ঠ সদস্য নিরঞ্জন সিংহ জানান, আজ পাঁচটি গ্রামের প্রায় একহাজার পরিবারকে করোনা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী এই হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়েছেl