মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকায় আর্সেনিকাম অ্যালবাম -৩০ বিতরণ

আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুন: মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় এবং মেদিনীপুর পুরসভার ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের রাঙামাটি সমাগম ক্লাবের ব্যবস্থাপনায় করোনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী হোমিওপ্যাথিক ঔষধ আর্সেনিকাম অ্যালবাম-৩০ বিনামূল্যে এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা এবং কলেজের অন্যতম বরিষ্ঠ আধিকারিক ডাঃ ভোলানাথ পান্ডা। এছাড়া, উপস্থিত ছিলেন ৪ সদস্যের জুনিয়র ডাক্তারদের একটি টিম। ডাঃ ভোলানাথ পান্ডার নেতৃত্বে জুনিয়র ডাক্তার পূজাশ্রী ভট্টাচার্য্য, সৌরভ চক্রবর্তী, দেবব্রত নস্কর, কিশলয় আহমেদ দুটি দলে ভাগ হয়ে যেমন করোনা সচেতনতার বার্তা দেন তেমনই ওষুধ বিলির পাশাপাশি খাওয়ার নিয়ম কানুন বুঝিয়ে দেন।

রাঙ্গামাটি সমাগম ক্লাবের সামনে কর্মসূচির সূচনা করেন হোমিওপ্যাথি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা।প্রায় ৭০০ পরিবারের হাতে ওষুধ তুলে দেওয়া হয়। এই ৭০০টি পরিবারের প্রায় ৪০০০ মানুষ রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিকারী হোমিওপ্যাথিক ওষুধ সেবনের সুযোগ পাবেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here