বেলিয়াবেড়া থানার উদ্যোগে কম্বল বিতরণ তালগ্রামে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ জানুয়ারি: বেলিয়াবেড়া থানা ও ঝাড়গ্রাম পুলিস এর উদ্যোগে কম্বল বিতরণ করা হল।শনিবার গোপীবল্লভপুর ২নং ব্লকের চোরচিতা ১ নং অঞ্চলের তালগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তালগ্রাম, নাটিমা, জগন্নাথপুর ও শঙ্করবনি এলাকার ১০০ জন দুস্থ ও গরিব মানুষের হাতে কম্বল ও মাস্ক তুলে দেওয়া হল বেলিয়াবেড়া থানার উদ্যোগে।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ডিএসপি(ডিএনটি) দেবরাজ ঘোষ, গোপীবল্লভপুরের সিআই মুকুল মিয়া, বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালুদি সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা। ডিএসপি দেবরাজ ঘোষ বলেন, পুলিশ ও এলাকাবাসীদের সঙ্গে সুসম্পর্কের বন্ধন তৈরি করতে এই উদ্দোগ নেওয়া হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here