জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ জুলাই: ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে জঙ্গলঘেরা লোধা-শবর জনজাতি অধ্যুষিত গ্রাম লালবাজারে সকালে শিক্ষা সামগ্রী, খাদ্য সামগ্রী, চারাগাছ ও মাস্ক বিতরণ করল মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার সদস্য শিক্ষক অরিন্দম দাস এবং সদস্যা মৃন্ময়ী খাঁড়ার সহযোগিতায় এই কর্মসূচি নেওয়া হয়। এখানকার সমস্ত পড়ুয়া ও শিশুদের হাতে শিক্ষা সামগ্রী ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া গ্রামের প্রত্যেকটি পরিবারকে একটি করে উচ্চ ফলনশীল সবেদা গাছের চারা এবং করোনা সচেতনতার বার্তা দিতে একটি করে মাস্ক তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের সদস্যরা। গ্রামটির প্রতিটি দেওয়াল “চালচিত্র একাডেমী” সংস্থার উদ্যোগে ছবি এঁকে সাজানো হয়েছে। নাম দেওয়া হয়েছে খোয়াবগাঁ। এই গ্রামেই বাস করেন কাটুম-কুটুম শিল্পের কয়েকজন কারিগর।