বনগাঁর সুদেষ্ণা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারদের খাদ্য ও ওষুধ বিতরণ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ৪ এপ্রিল: প্রায় তিন হাজার অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী, ওষুধ, মাস্ক, ও স্যানিটাইজার তুলে দিলেন উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার সুদেষ্ণা স্বেচ্ছাসেবী সংগঠন থেকে। এছাড়াও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকা তুলে দেন বনগাঁর চেয়ারম্যান শঙ্কর আঢ্যের হাতে। লকডাউনের পরের দিন থেকে এলাকার মানুষদের মাস্ক ও স্যানিটাইজার বিলি করে এই সংগঠন। শুক্রবার থেকে খাদ্য ও ওষুধ বিতরণ করে।

বনগাঁর ১১ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ডের বেশির ভাগ মানুষ দিনমজুরের কাজ করেন। দীর্ঘ দিন ধরে কাজকর্ম বন্ধ। লকডাউনের ফলে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। তাদের কথা ভেবে সুদেষ্ণার পক্ষ থেকে এদিন বনগাঁর সুভাষপল্লি, নেরাপুকুর, একনম্বর গেট সহ তিন হাজার পরিবারের হাতে দুকেজি চাল, দুই কেজি আলু, ডাল সহ আরও খাদ্য সামগ্রী তুলে দেয়।

সুদেষ্ণা কর্ণধার সুকান্ত রায় ও তার সহ কর্মীরা বলেন, লকডাউন মেনে চলার জন্য আমাদের এই উদ্যোগ। যদিও এই সব অঞ্চলের মানুষ দিনমজুরের কাজ করে। এই মহুতে কাজকর্ম বন্ধ। সরকারের কথা মান্যতা দিয়ে পেটে হাত রেখে লকডাউন সফল করছে। আর এই সব সাধারন অসহায় মানুষের পাশে থেকতে পেরে আমরা গর্ভিত। আমরা সুদেষ্ণার পক্ষ থেকে সকল বনগাঁবাসীকে এই বার্তা পৌছাতে চাই আগামী ১৫ তারিখ পর্যন্ত আপনারা ঘরে থাকুন লকডাউন মেনে চলুন। অযথা বাড়ি থেকে বের হবেন না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here