জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ জুন: পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের সহযোগিতায় শনিবার কেশিয়াড়ি ব্লকের সাঁতরাপুর ৩ নং অঞ্চলের সাঁতরাপুর পশ্চিম বুথ এলাকার ১২০টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামণি মান্ডির উপস্থিতিতে এদিন ৪ নং অঞ্চলের রেলাগেড়িয়া ও ২ নং অঞ্চলের শিমূলডাঙা এলাকাতেও দুঃস্থ মানুষদের চাল, ডাল, আলু, বিস্কুট সহ নানান খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতিতে এলাকার কর্মহীন মানুষদের সহযোগিতা করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামণি মান্ডি জানিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রীর পাশাপাশি এদিন প্রত্যেকের হাতে মাক্স তুলে দিয়ে করোনা সচেতনতার বার্তাও দেওয়া হয়।