লায়ন্স ক্লাবের উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ জুলাই:
করোনা সংক্রমণ প্রতিরোধে ‘লায়ন্স ক্লাব অব মেদিনীপুর-কংসাবতী’-র উদ্যোগে শুক্রবার মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রামে শতাধিক গ্রামবাসীর মধ্যে  মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া হয়েছে।

ক্লাবের সভাপতি মহ: মাসুম জানান, গ্রামবাসীদের করোনা মুক্ত রাখার লক্ষ্যেই ক্লাবের এই উদ্যোগ। এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। মঙ্গলবার শহরের পালবাড়ির গণপতিনগরে স্থানীয় ‘মুক্তবিহঙ্গ’ ক্লাবের সহযোগিতায় স্থানীয় একশোজন এলাকাবাসীর মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া হয়। মুক্ত-বিহঙ্গ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব মেদিনীপুর-কংসাবতীর সভাপতি সভাপতি মহম্মদ মাসুম আলী, সম্পাদক রুদ্র প্রতিম মুখার্জি, মেম্বারশিপ চেয়ারপার্সন নারায়ণ কান্ডার, ডাঃ সমীরণ বেরা সহ অন্যান্যরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here