
আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুন: ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার্স এ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে ২৫ জন অ্যাম্বুলেন্স চালককে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধক পিপিই কিটস দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স চালকদের হাতে এগুলি তুলে দেন পীযূষ কান্তি জানা। এছাড়াও এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ্যসোসিয়েশনের অন্যতম সদস্য কে.ডি বর্মণ,অভিষেক দাস বর্মণ সহ অন্যান্যরা।