এবিটিএ’র কেশপুর আঞ্চলিক শাখার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুন: বৃহস্পতিবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) কেশপুর আঞ্চলিক শাখার উদ্যোগে কেশপুর ব্লকের রানীয়ড় গ্রামে একটি ত্রাণবন্টন শিবিরের আয়োজন করা হয়। শিবিরে রানীয়ড়, শীর্ষা ও খেতুয়া গ্রামের ৩০টি পরিবারের হাতে ত্রিপল, মাস্ক, সাবান, বিস্কুট সহ অন্যান্য ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক, বিপদতারণ ঘোষ, সদর মহকুমা সম্পাদক, জগন্নাথ খান, জোনাল সম্পাদক, বিষ্ণুপদ দে, মহকুমা সহ সম্পাদক, সুরেশ পড়িয়া, জোনাল নেতৃত্ব বাদল দুয়ারী, অচিন্ত্য সিনহা, সৌমিত্র কুলধ্যায়, স্বপন দিগার, দীনবন্ধু দোলই সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব।

জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ বলেন, এবিটিএ’র উদ্যেগে গোটা বাংলার জুড়ে এবং জেলায় সংগঠনের
২৬টি আঞ্চলিক শাখার উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি চলছে। বৃহস্পতিবারের এই কর্মসূচি তারই অঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *