মেদিনীপুর সমন্বয় সংস্থার ত্রাণ সামগ্রী বিতরণ

আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ মে: লকডাউনে সাধারণ মানুষের পাশে দাঁড়াল অখণ্ড মেদিনীপুরের ঐতিহ্যবাহী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থা। রবিবার সকালে সংস্থার মেদিনীপুর আঞ্চলিক ইউনিটের উদ্যোগে সংস্থার সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীদের সহায়তায় মেদিনীপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীর করাতি পাড়াতে ১১০ জন দুঃস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সার্ভের মাধ্যমে যাদের হাতে এদিন ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় তাদের সিংহভাগই
তাপশীলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষ।

এদিন ত্রাণসামগ্রী হিসেবে নিত্যপ্রয়োজনী খাদ্যসামগ্রী হিসাবে মুড়ি, চিঁড়ে, সোয়াবিন, চিনি, মুসুরডাল, সরিষা তেল, হলুদ-লংকা -জিরে গুঁড়ো, বিস্কুট, সাবান ইত্যাদি তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক মন্টুরাম জানা, মানিক চন্দ্র ঘাটা, মৃত্যুঞ্জয় খাটুয়া, অমিত কুমার সাহু ডাঃ অরূপ কুমার দাস, অমিতাভ দাস, অধ্যাপক সুশান্ত দে, ড: প্রসূন কুমার পড়িয়া, তারাপদ বারিক, সুদীপ কুমার খাঁড়া, উত্তম রায়, বিশ্বজিৎ সাউ, সোনালী ঘাটা প্রমুখ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here