বিশ্ব পরিবেশ দিবসে পূর্ব মেদিনীপুর জেলায় আমফানে ক্ষতিগ্রস্তদের ত্রিপল ও চারাগাছ বিতরণ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ জুন: পূর্ব মেদিনীপুর জেলায় আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত দুর্গতদের ত্রিপল বিতরণ এবং সেই সাথে সবুজায়ণের লক্ষ্যে ও আগামীর জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে চারাগাছ বিতরণ করল মেদিনীপুর ছাত্রসমাজ ও দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ করে মেদিনীপুর ছাত্রসমাজ পূর্ব মেদিনীপুর জেলার আরকবাড়ি, খেজুরী, বিদ্যাপীঠ, থানাবেড়া, কাউখালী, ওয়াশীলচক, পাঁচুরিয়া, রামনগরের দক্ষিণ পুরুষোত্তমপুর, নন্দীগ্রামের পূর্বচড়া, কাঁথির বগুড়ান জলপাই ইত্যাদি এলাকার খটিগুলোতে ক্ষুদ্র মৎস্যজীবী সহ সর্বমোট ১৫০ জনকে ত্রিপল বিতরণ করে।

উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সহ সম্পাদক ও সমাজকর্মী ঝর্ণা আচার্য্য, মেদিনীপুর ছাত্রসমাজের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী, কোষাধ্যক্ষ কৌশিক কঁচ, আঞ্চলিক ইতিহাসের গবেষক ও শিক্ষক সুদর্শন সেন, সিফু শান্তনু মন্ডল প্রমুখেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *