জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি উৎসব শুরু হল ঘাটালে

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জানুয়ারি: “আমাদের নিজস্ব সংস্কৃতির ধারা বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকসংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতি এবং তার সাথে যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। এই বছর জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি উৎসবের আয়োজন ঘাটাল মহকুমাতে করতে পেরে আমরা আনন্দিত। সোশ্যাল ওয়েবসাইট সহ এখনকার সংস্কৃতির দাপটে লোকসংস্কৃতি অনেকটাই কোণঠাসা, এই ধরনের উৎসব লোক সংস্কৃতির শিল্পীদের যথেষ্ট উৎসাহিত করবে। শুধু তাই নয়, লকডাউনের ফলে যে সমস্ত লোক সংস্কৃতি শিল্পীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের কিছুটা সহায়তা করতে পেরেছি”।

২৯ জানুয়ারি শুক্রবার রত্নেশ্বর বাটি নেতাজি হাই স্কুল ময়দানে জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের উদ্বোধন করে পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য এবং সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার এই কথাগুলি বলেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার তথ্য ও সংস্কৃতি আধিকারিক দেবাশীষ পড়ে, খড়গপুর তথ্য ও সংস্কৃতি আধিকারিক জয়ন্ত মল্লিক সহ অন্যান্য অতিথিবর্গ। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবের শুরুতে লোকসংস্কৃতি শিল্পীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। তিনদিনের উৎসবে ঝুমুর গান, ছৌনাচ সহ যাত্রাপালা পরিবেশিত হবে বলে জানিয়েছেন ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক দেবাশীষ পড়ে। এছাড়াও থাকবে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান। অনুষ্ঠানে স্থানীয় মানুষদের উৎসাহ লক্ষ্য করা গেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here