জেলা যোগাসন প্রতিযোগিতা পশ্চিম মেদিনীপুরে

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২২ আগস্ট:
পশ্চিম মেদিনীপুর জেলা যোগাসন প্রতিযোগিতা। গতকাল এই প্রতিযোগিতা হয় স্কুল বাজারে মেদিনীপুর হীরক শিশু সংঘে। কেন্দ্রীয় সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রকের অধীন জাতীয় যোগাসন ফেডারেশনের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যবেক্ষক মিলন দত্ত ও পলাশ সরকার। এছাড়া ছিলেন অঞ্জন দত্ত, অরূপ দাস সহ জাতীয় ও রাজ্য স্তরের বিচারকরা। জেলার পক্ষ থেকে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন আশীষ মন্ডল, চন্দ্রকান্ত রাঠোর, সিদ্ধেশ্বর সিনহা, চীনাংশুক দাস,শম্ভু নাথ আঢ্য ও কাবেরী সিংহ রায় বাসুনিয়া। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬০ জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছিলেন। এটাই ছিল সরকারিভাবে অনুষ্ঠিত প্রথম যোগাসন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা থেকে রাজ্যস্তরের যোগাসনের জন্য জেলা দল নির্বাচন করা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here