রক্ষাকবচ পেলেন না পার্থ চট্টোপাধ্যায়, সিবিআই হেফাজত ও মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ

আমাদের ভারত, ২০ মে: রক্ষাকবচ নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ পার্থকে প্রয়োজনে হেফাজতে নিতে পারে সিবিআই। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে বিচারপতির সুব্রত তালুকদার বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা এবং মন্ত্রী পদ ছেড়ে দেওয়ার বিষয়টি বাদ দেওয়ার আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। একইসঙ্গে পার্থর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছিল। কিন্তু তা গ্রাহ্য হলো না।

অন্যদিকে পরেশ অধিকারীর পর পার্থ চট্টোপাধ্যায়কেও দ্বিতীয়বার তলব করেছে সিবিআই। শুক্রবার সকালে পৌনে এগারোটা নাগাদ পরেশ অধিকারী নিজাম প্যালেসে পৌঁছান। এরপর পার্থ চট্টোপাধ্যায়কেও তলব করা হয়েছে নিজাম প্যালেসে বলে জানা গেছে।

সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি ভেবে দেখুন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। সেই অংশটি নিয়ে আপত্তি তুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। ডিভিশন বেঞ্চ সেই আপত্তি মানল না। আদালতের তরফ থেকে বলা হল এই অংশটি বাধ্যতামূলক নয় তবে অংশটি বাদ যাচ্ছে না। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরার বিষয়টিও স্পষ্ট থাকলো এই রায়ে।

বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের মামলাটি গ্রহণ করে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। তার আগে বুধবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের মুখোমুখি হতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই শুনানির সময় রাজ্যপাল জগদীপ ধনকর ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেদিন দুপুরে আদালতের এই কড়া নির্দেশের পরেই বুধবার সন্ধ্যায় পার্থ সিবিআইয়ের মুখোমুখি হন, দীর্ঘক্ষণ তার জিজ্ঞাসাবাদ চলে।

তারপর বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থ। সেই মামলা থেকে অব্যাহতি চেয়ে নেয় বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। তারপরই প্রধান বিচারপতি প্রকাশ‌ শ্রীবাস্তবের সিদ্ধান্ত অনুসারে মামলাটি যায় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। সেখানে গৃহীত হয় মামলা। সেই মামলার শুনানি হয় শুক্রবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *