পূর্ব মেদিনীপুরের বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২০ ঘোষণা করলেন জেলাশাসক

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ অক্টোবর: পূর্ব মেদিনীপুর জেলার বিশ্ববাংলা শারদ সম্মান ঘোষণা করলেন জেলাশাসক। চারটি বিভাগে মোট ১২টি ক্লাবকে এই পুরস্কার দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ আজ জেলাশাসকের অফিসে সাংবাদিক সম্মেলন করে বিশ্ববাংলা শারদ সম্মান ২০২০- র চূড়ান্ত ফলাফল ঘোষণা করলেন।

জেলাশাসক জানান, এই প্রতিযোগিতায় জেলা থেকে ৪৩টি ক্লাব অংশগ্রহণ করেছিল। সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা ও সেরা কোভিড সচেতন পুজো এই চারটি বিভাগে মোট তিনটি করে ক্লাবকে সম্মান জানানো হয়। সেরা পুজো বিভাগে হলদিয়া ব্লকের মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থা, এগরা ব্লকের এগরা দিঘা সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং তমলুকের পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি মনোনীত হয়েছে। এই বিভাগের প্রতিটি ক্লাবকে ৫০ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে।

সেরা প্রতিমা বিভাগে কাঁথির আদি আটিলাগড়ি সার্বজনীন দুর্গোৎসব সমিতি, তমলুকের আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, হলদিয়ার বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ শারদ উৎসব কমিটি সেরা মনোনীত হয়েছে। এই বিভাগে প্রত্যেকটি ক্লাবকে ৩০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে।

সেরা মন্ডপ বিভাগে হলদিয়ার হাজরা মোড় মৈত্রীভূমি, কাঁথির কন্টাই ইউথ গিল্ড এবং কাঁথি কন্টাই প্রতয়ী গ্রুপ সেরা মনোনীত হয়েছে। এই বিভাগে প্রতিটি ক্লাবকে ২০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে।

সেরা কোভিড সচেতন বিভাগে এগরার ঐকতান জনকল্যাণ সমিতি, হলদিয়ার চৈতন্যপুর নিউ স্টার ও এগরার টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাব সেরা মনোনীত হয়েছে। এই বিভাগেও প্রতিটি ক্লাবকে ২০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে।
জেলাশাসক ছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার, মহকুমা শাসক তমলুক কৌশিকব্রত দে ও জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারি গিরিধারী সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *