মুখ্যমন্ত্রীর ধমকের জের, বালুরঘাটে পুরসভার মিটিংয়ে আচমকা হাজির জেলাশাসক নিখিল নির্মল, তাজ্জব কর্মীরা

আমাদের ভারত, বালুরঘাট, ২১ নভেম্বর: গঙ্গারামপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমকের জের। পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের মিটিং’য়ে আচমকাই হাজির জেলাশাসক। হতবাক পুরসভার কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বোর্ডের দীর্ঘ আলোচনায় শহরের উন্নয়ন নিয়ে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুততার সাথে আগামী ৭ই ডিসেম্বর বালুরঘাট শহরকে ওডিএফ ঘোষণা করতেও উদ্যোগী হয়েছে পুরসভা কর্তৃপক্ষ।

পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য অর্পিতা ঘোষ বলেন, আগামী ৭ই ডিসেম্বর বালুরঘাট শহরকে ওডিএফ ঘোষণা করা হবে। তার আগে যাবতীয় কাজকর্ম সেরে ফেলা হচ্ছে। এদিনের বৈঠকে বেশকিছু সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিটি কাজ রেজুলেশন করে সম্পন্ন করা হচ্ছে।

একপ্রকারথমকে থাকা বালুরঘাট পুরসভার উন্নয়নে এদিন তড়িঘড়ি মিটিং ডাকেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তথা মহকুমা শাসক ঈশা মুখার্জি। প্রশাসক বোর্ডের সদস্য অর্পিতা ঘোষ, শঙ্কর চক্রবর্তী সহ পুরসভার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে বেশকিছু নতুন রাস্তা তৈরি, নতুন প্রকল্পের জন্য আবেদন ইত্যাদি একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের একাধিক ড্রেন সংস্কারের কাজেও হাত লাগাবে কর্তৃপক্ষ। যে বৈঠকে জেলাশাসকের আসার কোনও বিষয় না থাকলেও হঠাৎ করেই মিটিংয়ে ঢুকে পড়েন নিখিল নির্মল। যার এদিনের মিটিংয়ে এমন আচমকা আগমনকে ঘিরেই প্রশ্ন জাগে পুরসভার কর্মীদের মধ্যে। মুখ্যমন্ত্রীর ধমক খেয়েই কি এমন উদ্যোগী হয়েছেন জেলাশাসক নিখিল নির্মল, সেই আলোচনাতেই গুঞ্জন ছড়ায় এদিন গোটা পুরসভা চত্বরে।

জেলাশাসক নিখিল নির্মল অবশ্য জানিয়েছেন, পুরসভার বৈঠকে এই প্রথম বারের জন্য হাজির হয়েছেন তিনি। মিটিংয়ের খবর পেয়েই সেই আলোচনাতে সামিল হয়েছেন। উন্নয়নের কাজ ত্বরান্বিত করতেই এদিন একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here