
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১২ মার্চ:
তন্তকারী সংস্থা ডাকলে পালিয়ে যাই না, বলে নাম না করে তৃণমূলকে কটাক্ষ করলেন মুকুল রায়। বৃহস্পতিবার ভবানীভবনে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় বিজেপির জাতীয় পরিষদের সদস্যকে জেরা করে সিআইডি। দুপুর ১২টার পরেই মুকুল রায়কে জেরা করেন রাজ্যের গোয়েন্দারা। জেরা শেষে মুকুল রায় বলেন, আমাকে কোনো তদন্তকারী সংস্থা ডাকলে আমি পালিয়ে যাই না। আমাকে আবার ডাকলে আমি আবার রাজ্যের গোয়েন্দাদের মুখোমুখি হব।
তারসঙ্গে কৃষ্ণগঞ্জের প্রাক্তন বিধায়কের খুনের ঘটনা নিয়ে সিআইডির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুকুল রায়। তিনি বলেন, তদন্তের নামে প্রহসন চলছে। তবে আমি চাই তরুণ বিধায়কের খুনের ঘটনার সঠিক তদন্ত হোক। দোষীরা সবাই শাস্তি পাক। কিন্তু সিআইডির তদন্তে তেমন কোনো দিক খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন বিজেপি নেতা মুকু্ল রায়।