রেলে যাত্রা করেছে করোনা সংক্রামিত বেশ কিছু ব্যক্তি ! ঝুঁকি এড়াতে বন্ধ করুন রেল যাত্রা, টুইট করে পরামর্শ ভারতীয় রেলের

আমাদের ভারত,২১ মার্চ: গত ১৩ মার্চ থেকে ১৬ মার্চের মধ্যে ১২ জন করোনা সংক্রমিত ভারতীয় রেলে যাত্রা করেছেন। শনিবার টুইট করে একথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তাই ভারতীয় রেলের পরামর্শ সংক্রমণ এড়াতে অবিলম্বে রেলের যাত্রা বন্ধ করুন।

টুইটে রেল জানিয়েছে, “আপনি হয়তো জানতেও পারবেন না আপনার সহযাত্রী করোনা সংক্রমিত। ফলের সেই যাত্রা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিজেকে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন”। সূত্রে খবর শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে দূরপাল্লার রেল পরিষেবা। তবে যে ট্রেনগুলি মাঝ পথে রয়েছে সেগুলি পৌঁছাবে গন্তব্যে বলে জানিয়েছে রেল।

শনিবার বিকেল পর্যন্ত হিসেবে দেশে করোনা সংক্রামিতে সংখ্যা ২৮৩। মৃত ৪। দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। বিভিন্ন নতুন এলাকা থেকে নতুন করে এই মহামারীর শিকার হয়েছেন আরও ৩৫ জন। ফলে মানুষের মনেও বাড়ছে এই মারণ ভাইরাসের ত্রাস। সরকারি তথ্য অনুসারে ২৮৩ জন করোনা আক্রান্তের মধ্যে মোট ৩৯ জন বিদেশী নাগরিক রয়েছেন। ভারতে এখনো পর্যন্ত ২৩ জন এই রোগ থেকে সেরে উঠেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here