পূর্ব মেদিনীপুরের পর এবার হাওড়ায় উদ্ধার ডলফিন

আমাদের ভারত, হাওড়া, ১৬ নভেম্বর: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের পর এবার হাওড়ার শ্যামপুরে উদ্ধার হল একটি ডলফিন। জানাগেছে, শনিবার সকালে একটি ডলফিন শ্যামপুরের অনন্তপুরের কাছে রূপনারায়ণ নদী থেকে একটি খালে ঢুকে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের মতে খালের কালভার্টের কাছে ডলফিনটি ঢুকে পড়ার পর খালের জলে আটকে যায়। এদিকে ভাটার টানে খালের জল ক্রমশ কমতে থাকায় আতঙ্কে ভুগতে থাকে বাসিন্দারা। পরে তারা বন দপ্তরে খবর দিলে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বন দফতরের কর্মীরা জলের সাহায্যে ডলফিনটিকে উদ্ধার করে রূপনারায়ণ নদীতে ছেড়ে দেয়।

বন দফতর সূত্রে খবর, সঠিক সময়ে ডলফিনটি উদ্ধার করায় সেটিকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে। এর জন্য স্থানীয় বাসিন্দাদের উদ্যোগকে স্বাগত জানান বন দফতরের কর্মীরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here