আশিস মন্ডল, রামপুরহাট, ৩১ ডিসেম্বর: দুঃস্থদের সেবায় ব্রতী হল নেপালের জনকপুর থানার শিবশক্তি ধাম আশ্রম। এতদিন নেপালের বিভিন্ন এলাকায় দুঃস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ওই আশ্রম। এবার দুঃস্থদের সেবা দিতে পৌঁছে গিয়েছে তারাপীঠ। বৃহস্পতিবার বিকেলে তারাপীঠ তারা উদ্যানে ৩০০ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন আশ্রমের মহারাজ পাগলাবাবা। তিনি বলেন, “আমরা সবসময় সেবামূলক কাজ করে থাকে। মা তারার ডাকে এবার পৌঁছে গিয়েছি তারাপীঠে। বুধবার দুই হাজার মানুষের মধ্যে অন্নভোগ পরিবেশন করা হয়েছে। এদিন শীতবস্ত্র হিসাবে কম্বল দেওয়া হল”। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়, সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায়, সেবাইত সজল চট্টোপাধ্যায়।