“অযথা আতঙ্কিত হবেন না”, আবেদন পুলিশ সুপার দীনেশ কুমারের

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ মার্চ:
বুধবার বিকেলে জেলাশাসক দপ্তরের সম্মুখে এক সাংবাদিক বৈঠক করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে। জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, পুলিশের পক্ষ থেকে মহিলাদের সুরক্ষার জন্য যে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছিল, সেই নম্বরটি এখন থেকে করোনা হেল্পলাইন নম্বর হিসেবে ব্যবহার করতে পারবেন মানুষ। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখতে গোটা জেলা জুড়ে মার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সুপার আবেদন করেন, দিনে একটা সময় বেরিয়ে প্রতিদিনের যা দরকার তা কিনে নিতে, যত বেশি সম্ভব বাড়ির মধ্যে থাকতে। করোনার বিরুদ্ধে জেলা পুলিশ প্রশাসন সমাজের সাধারণ মানুষকে নিয়ে লড়াই করতে চায়, তাই তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন পুলিশ প্রশাসনের পাশে থেকে সাহায্য করতে। করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ২৪ ঘন্টা তৈরি আছে। বাড়িতে থাকুন, পুলিশকে সহযোগিতা করুন। জরুরি প্রয়োজনে জেলা পুলিশের হেল্পলাইন নাম্বারে ফোন করুন( ৮০০১০০৭৮৬৮) জানালেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here