পুরুলিয়ায় মাস্ক না পরলেই করতে হচ্ছে কান ধরে উঠবস

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১৪ জুলাই:
মাস্ক না পরে রাস্তায় বেরলেই দশের সামনে কানমোলা খেতে হচ্ছে। করতে হবে উঠবস। আইন ভঙ্গকারীদের এমনই শাস্তি দিয়ে শোধরানোর চেষ্টা চালাচ্ছেন পুরুলিয়ার জেলাশাসক।

পুরুলিয়ায় মাস্ক না লাগিয়েই ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। এই খবর কানে যেতেই এবার রাস্তায় নেমে কড়া হাতে দমন করার উদ্যোগ নিলেন জেলাশাসক রাহুল মজুমদার। সরকারি বিধি নিষেধ না মেনে মাস্ক ছাড়া রাস্তায় থাকা মানুষকে কান ধরে উঠবস করালেন জেলাশাসক। পুরুলিয়া শহরে এদিন এমন দৃশ্য প্রত্যক্ষ করলেন অনেকেই।

পুরুলিয়া জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই প্রসঙ্গে জেলা শাসক জানান, ‘কান ধরে উঠবস করলেই সমাধান হবে না মানুষকে সচেতন করতেই এই ধরনের পদক্ষেপ নিতে হবে। আমরা যেখানে মাস্ক পরাটা অভ্যাসে পরিণত করছি, সেখানে কিছু মানুষ কোনও কারণ ছাড়াই উপেক্ষা করছেন। এতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়বে বৈ কমবে না। তাই, জনসচেতন করে তুলতে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *