পদ্মশ্রী প্রাপ্ত ডঃ জগদীশ চন্দ্র হালদারকে সন্মান জানালো মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৫ ফেব্রুয়ারি:
পদ্মশ্রী প্রাপ্ত ডক্টর জগদীশ চন্দ্র হালদারকে সংবর্ধনা দিল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। শুক্রবার তাকে উত্তর ২৪ পরগনার অশোকনগরে সংবর্ধনা দেয় সঙ্ঘ ঘনিষ্ঠ সংগঠনটি। সংগঠনের রাজ্য সংযোগ আলি আফজল চাঁদ তাঁকে বিশেষ সম্মান জানান। ডক্টর জগদীশ চন্দ্র হালদারকে সন্মান জানান আমডাঙা বিধানসভার বিজেপির সংখ্যালঘু মুখ শহীদুল হক।

প্রসঙ্গত, সামাজিক বিষয় নিয়ে লেখালেখি করার জন্য ডক্টর জগদীশ চন্দ্র হালদার পদ্মশ্রী’ পেয়েছেন। মোদী সরকার তাঁকে এই বিশেষ সম্মানে সম্মানিত করেছেন। তাঁকে সম্মানিত করতে পেরে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আনন্দিত বলে জানিয়েছেন আলি আফজল চাঁদ। তিনি বলেন, উনি সামাজিক বিষয় নিয়ে লেখালেখি করেছেন। সমাজের যোগ্য ব্যক্তি। আমরা রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের পক্ষ থেকে ওঁনাকে অনুরোধ করেছি, বাংলার সংখ্যালঘুদের দুর্দশা নিয়ে একটি বই লিখতে। সেই বই পড়ে যদি বর্তমান রাজ্য সরকারের হুঁশ ফেরে। তাহলে হয়তো সংখ্যালঘুদের কিছুটা দুর্দশা কাটবে বলে মনে করেন আলি আফজল চাঁদ। পাশাপাশি শহীদুল হক বলেন, এই সরকারের আর বেশিদিন নেই। বরং ডক্টর জগদীশচন্দ্র হালদারের চিন্তাভাবনা নিয়ে বিজেপি কাজ করবে। সমাজের বিশিষ্টদের মতামত নিয়ে বিজেপি সংখ্যালঘুদের উন্নয়ন করবে বলে জানিয়েছেন শহীদুল হক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here