সোনা রয়েছে গোমুত্রে, গোবর খেলে দেহ, মন, আত্মা পরিশুদ্ধ হয়, গোবর খেয়ে দেখালেন হরিয়ানা চিকিৎসক, ভিডিও ভাইরাল

আমাদের ভারত, ১৮ নভেম্বর: এর আগে বেশ কয়েকবার গোমূত্র ও গোবর মানুষের জন্য কতটা কার্যকরী তা নিয়ে প্রতিবেদন সংবাদ শিরোনামে এসেছে। কখনো কোনো রাজনৈতিক ব্যক্তি আবার কখনো কোনো সাধারণ মানুষ গরুর এই বর্জ্য মানুষের স্বাস্থ্যের পক্ষে কতটা প্রয়োজনীয় তার ব্যাখ্যা তুলে ধরেছেন। তা নিয়ে বিতর্কও হয়েছে প্রবল। চিকিৎসকরা দাবি করেছেন, গোবর-গোমূত্র মানবদেহের পক্ষে লাভজনক, যদিও এই দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনোও নেই। কিন্তু এবার এক চিকিৎসকই গোবরের সুফল নিয়ে প্রকাশ্যে সাওয়াল করেছেন। একইসঙ্গে প্রকাশ্যে তিনি গোবর খেয়েও দেখিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে হরিয়ানার এক চিকিৎসক গোবর খাচ্ছেন। তিনি জানিয়েছেন, গোবর মানব দেহ, মন ও আত্মাকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। হরিয়ানার কারনালের বাসিন্দা ওই চিকিৎসকের নাম মনোজ মিত্তল। স্থানীয় এক গোয়ালে দাঁড়িয়ে গোমূত্র ও গোবরের উপকারিতা নিয়ে সরব হয়েছেন ওই চিকিৎসক। মাটিতে পড়ে থাকা গোবর তুলে নিয়ে তিনি খেয়েছেন।

তিনি জানিয়েছেন, তার মা প্রতিদিন সকালে গোবর খেয়ে নিজের উপবাস ভঙ্গ করেন। শুধু শরীর মন ও আত্মাকে পরিশুদ্ধ করাই নয় তিনি আরও দাবি করেছেন, মহিলাদের গর্ভাবস্থায় যদি গোবর খাওয়ানো হয় তবে তাদের সন্তান প্রসবের প্রক্রিয়াটি সাধারণভাবেই হবে অর্থাৎ প্রসবের সময় শল্যচিকিৎসা বা সিজারের প্রয়োজনীয়তা পড়বে না। এরপর তার আরও এক বিস্ফোরক দাবি, গোমুত্রে সোনা রয়েছে।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়েছে। সোশ্যাল মিডিয়ায়। এক ব্যক্তি বলেছেন, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের উচিত এখনই ওই ব্যক্তির লাইসেন্স বাতিল করা। কারণ ছোট ছোট শিশুদের অসুখ হলে তিনি ওষুধের পরিবর্তে গোবর খেতে বলবেন।

সম্প্রতি, গোমূত্র-গোবর নিয়ে মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। তিনি বলেছেন, গোমূত্র, গোবর অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। এগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাঁর বিশ্বাস, একদিন এই উদ্যোগ সফল ভাবে বাস্তবায়িত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *