বেহাল নিকাশি ব্যবস্থা, চর্মরোগে আক্রান্ত হচ্ছে বৈদ্যবাটি এলাকার ছোট ছোট স্কুল পড়ুয়ারা

আমাদের ভারত, হুগলী, ২৩ নভেম্বর: এলাকার নিকাশিনালা দীর্ঘদিন ধরে পরিস্কার করা হয় না। এরফলে নোংরা জলে ভেসে যাচ্ছে রাস্তা। সেই জল পাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। একদিকে নরক যন্ত্রনা, অন্যদিকে ডেঙ্গুর ভয়ে আতঙ্কত এলাকার মানুষ। আজ তাই কাউন্সিলরকে রাস্তায় ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। এই ঘটনা বৈদ্যবাটি পুরসভার কাজিপাড়া এলাকার।

এলাকার নিকাশিনালা বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে ড্রেনের উপচে পড়া জলকাদা পাড়িয়ে যাতায়াত করতে হয় এলাকার মানুষকে। স্কুলের শিশুদেরও ওই নোংরা জলকাদা পড়িয়ে যেতে হয়। সেই কারণে অনেকেরই চর্মরোগ দেখা দিচ্ছে। এই অবস্থায় কাজিপাড়া এলাকায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। নিকাশিনালা বন্ধ থাকায় চরম সমস্যায় রয়েছে এলাকার মানুষ। আজ ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মানোয়ার হোসেন নিকাশি ড্রেন যেটা বন্ধ ছিলো গত দুমাস ধরে সেটা খুলতে যান। বাধা দেয় ১৭ নং ওয়ার্ডের ধানমাঠ মাটিপাড়া এালাকার বাসিন্দারা।কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। দুই ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে বচসা শুরু হয়ে যায়।

বাসিন্দাদের অভিযোগ বৈদ্যবাটি পুরসভা এলাকায় বেহাল নিকাশি। নিকাশিনালা না রেখেই যত্রতত্র নির্মান চলছে।বৈদ্যবাটি পুরসভা নির্বিকার। ফলে ভুগতে হচ্ছে বাসিন্দাদের। জমা জলে রোগ জ্বালার পাশাপাশি মশার উপদ্রব বাড়ছে।বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ। দুই ওয়ার্ডের কাউন্সিলর সহ স্থানীয় কয়েক জন বাসিন্দাদের ডেকে পাঠায় শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here