ষষ্ঠবর্ষ আন্তঃ বিদ্যালয় নাট্য প্রতিযোগিতা হল তমলুকে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি :
আন্তঃ বিদ্যালয় নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হল তমলুকে। তমলুক আনন্দলোক ড্রামাটিক ক্লাবের উদ্যোগে তিন দিন ব্যাপী নাট্য অনুষ্ঠান আজ শেষ হল পুরস্কার বিতরণীর মাধ্যমে। জেলার ১১ টি স্কুল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতিদিন চারটি করে নাটক পরিবেশিত হয়েছে। এই বছরের প্রতিযোগিতা ছয় বছরে পা দিল।

ছোট থেকেই নাটকের প্রতি টান এবং নাট্য প্রতিভা অন্বেষণের জন্যেই এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে উদ্যোক্তারা। শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী, শ্রেষ্ঠ সহ অভিনেতা -অভিনেত্রী, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ আবহাওয়া, শ্রেষ্ঠ মঞ্চসজ্জা সহ নবম থেকে প্রথম প্রতিটি নাট্যদলকে আর্থিক পুরস্কার ও ট্রফি দিয়ে সম্মন জানানো হয়। ছোট ছোট ছাত্র-ছাত্রীদের অভিনয় মুগ্ধ করেছে বিচারকদের। শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছে বল্লুক বীনাপানি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পুরস্কার বিতরণীর শেষে কলকাতার বালিগঞ্জের ব্রাত্যজন নাট্যগোষ্ঠীর “অর্ধাঙ্গিনী” নাটক দর্শকদের মুগ্ধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *