নাটকীয় দলবদলের রাজনীতি, সন্ধ্যায় তৃণমূল রাতে আবার বিজেপিতে

আমাদের ভারত, আরামবাগ, ১ ডিসেম্বর: নাটকীয় রদবদল রাজনীতি। সদ্য তৃণমূলে যোগ দেওয়া মথুরা এলাকার বিজেপি কর্মীরা ফের বিজেপিতে ফিরলেন। কিছুদিন আগে ছিল তৃণমূল তারপর বিজেপিতে চলে গিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় যোগ দেন আবার তৃণমূলে। ওই রাতেই ফের আবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন। এমন ঘটনার সাক্ষী থাকল গোঘাট বাসিন্দা।

গোঘাট মথুরায় শনিবার ভোরে তৃণমূলে কার্যালয় আগুনে পোড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। তৃণমূলের দাবি, বিজেপি আগুন লাগিয়েছিল। বিজেপির দাবি ফিস্ট করতে গিয়ে উনুন থেকে আগুন লেগে গিয়েছিল। পুলিশ বিজেপির ৫ কর্মীকে আটক করে। তারপর ওই এলাকার বাসিন্দারা বিজেপি ছেড়ে শনিবার সন্ধ্যায় তৃণমূলে যোগদান করেন। রাতে আবার বিজেপিতে যোগদান করেন।

বিজেপির দাবি, তাদের জোর করে তৃণমূলের নিয়ে যাওয়া হয়েছিল। তৃণমূল জানিয়েছে ,ওরা স্বেচ্ছায় তৃণমূলে এসেছিল। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, গতকাল তৃণমূলের পার্টি অফিসে ফিস্ট করে নিজেরাই তাদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর ভারতীয় জনতা পার্টির কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হয়। শনিবার সন্ধ্যায় ওই এলাকা থেকে জোর করে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের জয়েন করিয়েছিলেন। আমার কাছে সবাই আসে, পুনরায় আবার বিজেপিতে তারা যোগদান করে। তৃণমূলের এই নাটকবাজি খেলার জবাব ভারতীয় জনতা পার্টি দেবে।

তৃণমূল নেতা নারায়ণ পাঁজা বলেন, আরামবাগে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। ওরা বুঝতে পেরেছে মানুষ পাশে নেই। ওরা শুধু এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছ। ওই ব্যক্তিদের কয়েকজনকে টাকার টপ দেখিয়ে পুনরায় বিজেপির পতাকা ধরিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *