জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে বাঁকুড়ায় অঙ্কন প্রতিযোগিতা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৪ জুলাই: বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ শম্ভুনাথ মল্লিক স্মৃতি সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল স্কুলডাঙায়। তিনটি বিভাগে মোট ২৪৫ জন প্রতিযোগী অংশ নেয়। ক বিভাগ ৮ বছর পর্যন্ত, খ বিভাগ ১৩ বছর পর্যন্ত, গ বিভাগ ১৬ বছর পর্যন্ত।

সংগঠনের সাধারণ সম্পাদক রবীন মন্ডল জানান, প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে ক বিভাগে অদ্রিজা সু, শিঞ্জিনী লক্ষ্মণ, সৌম্য জ্যোতি পাল। খ বিভাগে শিঞ্জন দে, তোর্ষা দাস মোদক, ঋষিকা গরাই। গ বিভাগে অনিজিৎ সিনহা, বৃষ্টি কোনার ও প্রাপ্তি সামন্ত। প্রতি বিভাগের প্রথম তিন জন প্রতিযোগী আগামী ২৮শে আগষ্ট কলকাতার বিধান শিশু উদ্যানে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট চিত্র শিল্পী বিশ্বরূপ দত্ত ও সৌম্যকান্তি মুখোপাধ্যায়, সংঘের কার্যকরী সভাপতি দীপক ঘোষ ও সহসভাপতি মরুর ম ই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here