মুখ্যমন্ত্রীর স্বপ্নের নাট্য উৎকর্ষ কেন্দ্র আজও তালাবন্দি বালুরঘাটে, জঞ্জালে পরিপূর্ণ কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক ভবন

আমাদের ভারত, বালুরঘাট, ২ মার্চ: বালুরঘাটে উদ্বোধনের পরেও চালু হয়নি মুখ্যমন্ত্রীর স্বপ্নের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নাট্য উৎকর্ষ কেন্দ্র। অত্যাধুনিক ভবন আজ জঞ্জাল স্তূপে পরিপূর্ণ। বঞ্চিত নাট্যকর্মীরা। সরকারি টাকা অপচয়ের অভিযোগ বাসিন্দাদের। ঘটনা ঘিরে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। জেলা সফরের প্রাক্কালে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন শহরের সাধারণ মানুষ।

প্রশাসন সুত্রের খবর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় ১২ কোটি টাকা ব্যায়ে নির্মিত রাজ্যের অন্যতম আকর্ষিত বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র আজও তালাবন্দি। নাটকের শহর বালুরঘাটের নাট্যকর্মীরা তা ব্যবহার করতে না পারায় বিস্তর ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের মধ্যেও। এমন পরিস্থিতিতে দুদিন আগে কলকাতার স্বনামধন্য নাট্যব্যক্তিত্বদের দ্বারা পরিচালিত সরকারি নাট্য মেলাও করতে হয়েছে ছোটো একটি প্রেক্ষাগৃহে। সব মিলিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে প্রশাসনের ভূমিকা নিয়েও। অভিযোগ, দীর্ঘদিন পড়ে থাকায় ওই কেন্দ্রের ভেতরে আগাছায় ভরে গেছে। নষ্ট হচ্ছে মূল্যবান সামগ্রী। একই সাথে এই সুযোগকে কাজে লাগিয়ে অসামাজিক কাজ কর্মও বেড়েছে এলাকায়।

ব্ল্যাক বক্সের সুবিধা যুক্ত বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রে রয়েছে অত্যাধুনিক মানের লাইট ও সাউন্ড সিস্টেম। মুখ্যমন্ত্রীর তরফে পাওয়া উপহার হিসাবে এই নাট্য উৎকর্ষ কেন্দ্র একমাত্র দিল্লিতে রয়েছে। ২০১৮ সালে কলকাতা থেকে যার উদ্বোধন করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। যার পর লোকসভা নির্বাচনের আগে পুনরায় ওই ভবনের উদ্বোধন করা হয়। তাঁর পরেও তালা বন্দি হয়ে রয়েছে বালুরঘাটের ওই নাট্য উৎকর্ষ কেন্দ্রটি।

জেলা শাসক নিখিল নির্মল জানিয়েছেন, নাট্য উৎকর্ষ কেন্দ্রটি জেলা তথ্য ও তথ্য সংস্কৃতি দপ্তরকে হস্তান্তর করা হয়েছে। দ্রুত চালু হবে।

এলাকার বাসিন্দা ধীরেন বিশ্বাস ও কাজল ঘোষরা জানিয়েছেন, সরকারের কোটি কোটি টাকার অপচয় হচ্ছে। উদ্বোধন হলেও চালু হয়নি আজো। নাট্য উৎকর্ষ কেন্দ্রটি খুলে গেলে এলাকার পরিবেশ ভালো হবে। দীর্ঘদিন সেটি পড়ে থাকায় জঙ্গলে ভরে যাবার পাশাপাশি সেখানে বাড়ছে অসামাজিক কাজকর্মও। প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা জানিয়েছেন, দপ্তর থেকে অর্থ বরাদ্দ করে ভবন সহ যাবতীয় বিষয় নির্মান সম্পন্ন করা হয়েছে। তবে কেন চালু হচ্ছেনা তা তিনিও বুঝতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *