অবৈজ্ঞানিক! বিতর্কের মধ্যেই করোনার সংক্রমণ রুখতে রায়গঞ্জে গণহারে গোমূত্র পান কর্মসূচি বিজেপির

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ মার্চ: বিজ্ঞানসম্মত সমর্থন না থাকা স্বত্তেও করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বিজেপির পক্ষ থেকে আজ রায়গঞ্জ শহরের গোশালা এলাকায় গো – মাতা পূজার পাশাপাশি গণহারে গোমূত্র পান কর্মসূচি পালন করা হয়। বিজেপির শহর শাখার পক্ষ থেকে দলীয় কর্মীরা এদিন গোশালায় গিয়ে গরুদের পূজা করার পাশাপাশি সকলে মিলেই গোমূত্র পান করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই গোমূত্র ব্যাকটেরিয়া ও ভাইরাস রোধে সক্ষম বলে প্রমাণিত। সেই কারণেই তাদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়েছে। তাদের এই ধারণা স্থানীয় বাসিন্দাদের মধ্যেও প্রচার করা হবে।

যদিও স্থানীয় চিকিৎসক শান্তনু দাসের মতে, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোমূত্রের কোনও কার্যকারিতা রয়েছে বলে বিজ্ঞান সমর্থন করে না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here