পানীয় জলের সমস্যা, সাঁতুড়িতে পাম্প হাউসের কর্মীদের তালা বন্ধ রেখে বিক্ষোভ গ্রামবাসীদের

সাথী দাস, পুরুলিয়া, ১৩ জুন: পানীয় জলের সমস্যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা। দীর্ঘক্ষণ তালা বন্ধ পাম্প হাউসের কর্মীরা। পুরুলিয়ার সাঁতুড়ি থানার অন্তর্গত বালিতোড়া গ্রাম পঞ্চায়েতের দেউলি গ্রামে পাম্প হাউসের কর্মীদের দীর্ঘক্ষণ তালা বন্ধ করে আটকে রেখে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জল সমস্যায় ভুগছেন বালিতোড়া গ্রাম পঞ্চায়েতের সুনুড়ি গ্রামের বাসিন্দারা। অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও কোনও সুরাহা মিলেনি। রবিবার সকাল থেকেই সুনুড়ি গ্রামের মহিলারা দেউলি গ্রামে অবস্থিত পাম্প হাউসের ভিতরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাম্প হাউসে থাকা কর্মচারীদের তালা বন্ধ করে দেন। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়, বিক্ষোভকারীদের মধ্যে সাঁতুড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রধান দাশগুপ্ত এবং বালিতরা গ্রাম পঞ্চায়েতের সদস্যা বুলটি বাউরি, পঞ্চায়েত সমিতির সদস্য প্রধান দাসগুপ্ত এই বিষয়ে জানান, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও সুরাহা মেলেনি। তিনি নিজেও অনেকবার সাঁতুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে এ বিষয়ে জানিয়েছেন।

তবে পঞ্চায়েত সদস্য বুলটি বাউরি জানান, অনেকবার পঞ্চায়েতে জানানোর পরেও কোনও সুরাহা হয়নি। তাই আজ তাঁরাও এই বিক্ষোভকারীদের সমর্থন করতে বাধ্য হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁতুড়ি থানার পুলিশ। পুলিশের আশ্বাসে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ তুলে নেন। তাঁরা শর্ত দিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন পর্যন্ত তাঁদের গ্রামে জল না পাওয়া যাচ্ছে ততদিন পাম্প চলবে না।

এ বিষয়ে পাম্প হাউসের কর্মীরা বলেন, পাম্প আছে কোনও সমস্যা নেই। আগে ছিল এখন ঠিক আছে।
পিএইচই সিভিল ডিপার্টমেন্টের গ্রামের পানীয় জলের সরবরাহের সমস্যা দেখার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *