
সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ সেপ্টেম্বর: পণ্য বোঝাই ট্রাক থেকে চালকের দেহ উদ্ধার। দেহ ঘিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার সন্তোষী ট্রাক পার্কিংয়ে। মৃতের নাম ভেনুগোপাল ডি (৬১)। তামিলনাড়ুর বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তামিলনাড়ু থেকে মাছের খাবার বোঝাই ট্রাক নিয়ে দুই দিন আগে বনগাঁর মা সন্তোষীমা নামে একটি পার্কিংয়ে আসেন তিনি। এই পণ্য বাংলাদেশে যাওয়ার কথা। বৃহস্পতিবার সকালে ট্রাকের কেবিনের মধ্যে ওই চালকের মৃত দেহ দেখতে পায় অন্যান্য ট্রাক চালকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বনগাঁ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে বনগাঁ থানার পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, কি কারণে মৃত্যু তা তদন্ত করে দেখছে বনগাঁ থানার পুলিশ। মৃতের বাড়িতে খবর পাঠানো হয়েছে।